জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৪, ৬:০৮:১৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জামিয়া মুহাম্মাদিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার ১৭তম বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের আহমদাবাদ এলাকায় অবস্থিত মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শফি আলম ইউনুসের সভাপতিত্বে ও মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় মাহফিলে আলোচনা করেন শায়খুল হাদীস মাওলানা আব্দুস সালাম জুড়ী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসিমি কুমিল্লা, মাওলানা মুফতি হারুন ইজহার চৌধুরী চট্টগ্রাম, মাওলানা আতাউল হক্ব জালালাবাদী, মাওলানা নাজমুদ্দীন কাসিমি, মাওলানা তাফহিমুল হক্ব, মাওলানা মুশাহিদ কাসিমি।
মাহফিলে ২৭ জন কোরআনের হিফজ সম্পন্নকারী ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। এর মধ্যে ৮ বছরের এক শিশুও কোরআন হিফজ সম্পন্ন করেছে। তাকেও পাগড়ি প্রদান করা হয়।