লংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাফন
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৪, ৬:০৯:৩৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় লংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইরফানুল হক ইমরান ইন্তেকাল করেছেন। রোববার দিবাগত রাত ২টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৮ নভেম্বর) বেলা ২টায় মরহুমের নিজ এলাকার ঘাগটিয়া ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় মরহুমের সহকর্মী বিভিন্ন স্কুল- কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভাকাঙ্খীসহ বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শিক্ষক ইমরান ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাকে কুলাউড়া শহরস্থ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। রোববার দিবাগত রাত ২টার দিকে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।