গণসমাবেশ সফলে জমিয়তের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৪, ৬:২১:৫৬ অপরাহ্ন
আগামী ২৩ নভেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ, উত্তর ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সিলেট রেজিস্ট্রারী মাঠে গণসমাবেশ সফলের লক্ষে রোববার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে মহানগর জমিয়তের সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দীকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় সভায় বক্তারা ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে ২৩ নভেম্বর সিলেট রেজিস্টারী মাঠে আয়োজিত গণসমাবেশ সফলের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
বৈঠক উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, মাওলানা আখতারুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ মাওলানা ফখরুজ্জামান, মাওলানা আব্দুল করিম, সহ সাধারণ সম্পাদক সৈয়দ সালিম কাসিমী, মাওলানা জুবায়ের আল মাহমুদ, মাওলানা কারী মুক্তার আহমদ, মাওলানা সদরুল আমিন, মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা আবু মোহাম্মদ ইয়াহইয়া, সমাজসেবা সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা তৈয়িবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফর রহমান, সদস্য মাওলানা মুফতি আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা মুফতি আব্দুল মুমিন, মাওলানা হাফিজ শোয়াইব আহমদ, মাওলানা ওলিউল্লাহ, যুব জমিয়ত সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার, প্রশিক্ষণ সম্পাদক আশরাফ হোসাইন ফু’আদি, প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, হাফিজ বদরুল, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সহসভাপতি হাফিজ জাহেদ আহমদ, জামিল আহমদ, আবু হানিফা সাদি, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও মীর আইনুল হক প্রমূখ। বিজ্ঞপ্তি