যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৪, ৬:৫৮:৫৪ অপরাহ্ন
যুব সংগঠন ও আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সোমবার নগরীর টিলাগড়স্থ যুব ভবন এর হল রুমে অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে উপপরিচালক রফিকুল ইসলাম শামীম বলেন, হযরত শাহজালাল রহঃ সহ ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট। সিলেটের মানুষের মধ্যে একটি অন্যরকম কর্মস্পৃহা ও আত্মিক শক্তি রয়েছে। যার ফলে সিলেটের মানুষ সর্বক্ষেত্রে একটু বেশি আন্তরিক।
সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে ও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান চৌধুরী।
আলোকবর্তিকা যুব কল্যাণ সংস্থার সভাপতি সালেহা বেগমের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট আলোকিত যুব কল্যাণ সভাপতি শারমিন কবির, দেশ যুব সংগঠনের সভাপতি কামাল আহমদ। উপস্থিত ছিলেন হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি সুপ্তা হিজড়া, আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মোঃ লিমন আহমদ, নারী উদ্যোক্তা কেয়া আহমদ, হাসিনা বেগম, সুরমা আক্তার ও উর্মি আক্তার তামান্না প্রমুখ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম-কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেট জেলার যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোক্তা ও আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র প্রতিনিধিগণ। বিজ্ঞপ্তি