কুলাউড়ায় এনএসএস’র পিলার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৪, ৭:১৩:৪০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতের জন্য ২৭ জন অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ২৭০টি আরএসএস পিলার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ার-পাড়া গ্রামে নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) সিলেটের উদ্যোগে ও কুবা ইউএসএ’র অর্থায়নে টিলাগাঁও ইউপি কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিঃস্ব সহায়ক সংস্থা একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক সংস্থা। বন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগে অতীতে অসহায় মানুষের পাশে যেভাবে ছিলো আগামীতেও থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, রাউৎগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, টিলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল বাছিত, ইউপি মেম্বার জোনাব আলী, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক সমরেশ ও বিশিষ্ট সমাজসেবক হুসেন আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ হিমেল স্পোর্টিং ক্লাবের সদস্য নয়ন, দিদার, রিপন, রেফুল প্রমুখ। সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরী জানান, সংস্থার মূল লক্ষ্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি আই-ক্যাম্প, স্যানেটারি লেট্রিন, টিউবওয়েল ও মিড ডে মিল বিতরণ। এসব কাজ আমরা বৃহত্তর সিলেট বিভাগে করে থাকি। এসব কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।