রোটারি ক্লাবের পানির ফিল্টার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ৬:২০:২৭ অপরাহ্ন
রোটারি ক্লাব অব সিলেট এর উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ ও শিশু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা মঙ্গলবার সকালে নগরীর ৮নং ওয়ার্ডের নয়াবাজারে বীরেশ চন্দ্র হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
রোটারি ক্লাব অব সিলেটের সভাপতি রোটারিয়ান সালাহ উদ্দিন বাবলুর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান প্রফেসর সাগর বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরেশ চন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ।
অনুষ্ঠানে শিশুদের স্বাস্থ্য বিষয়ে আলোচনা উপস্থাপন করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. হোসাইন আহমদ।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান রিয়াজুল ইসলাম, পিপি রোটারিয়ান ভানুজয় দাশ, রোটারিয়ান ফরিদা নাসরিন, রোটারিয়ান সাবের চৌধুরী, রোটারিয়ান রাহুল সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, লেখক সৈয়দ বদরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ২টি উন্নতমানের বিশুদ্ধ পানির ফিল্টার হস্তান্তর করেন ক্লাব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি