এএসপিদের কুচকাওয়াজ ফের স্থগিত
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ৭:২২:৩৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আবারও স্থগিত করা হয়েছে। রাজশাহীর সারদায় আগামী ২৪ নভেম্বর এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
একই সাথে প্রশিক্ষণরত ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর তাদের এই সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এই কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
পুলিশ সদর দফতরের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার এনামুল হক সাগর সংবাদ মাধ্যমকে বলেন, ‘অনিবার্য কারণবশত সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এসআইদের সমাপনী কুচকাওয়াজ। সেটিও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।’ শিগগিরই নতুন তারিখ জানানো হবে বলে জানান সাগর।
সহকারী পুলিশ সুপারদের এই কুচকাওয়াজ এর আগে আরেকবার গত ২০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। এরপর এই কুচকাওয়াজের জন্য ২৪ নভেম্বর নতুন দিন নির্ধারণ করা হয়। এখন আবার এই অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।