জামায়াত দেশপ্রেমিক দলগুলোকে নিয়ে কাজ করতে চায় : কান্দিগাওয়ে সুধী সমাবেশে এড. জুবায়ের
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ৭:৫১:৪৪ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দীর্ঘ স্বৈরশাসনে জাতির যে বৃহৎ ক্ষতি হয়েছে তা সম্মিলিতভাবে আমাদেরকেই পূরণ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে। আমরা সংস্কার চাই, নির্বাচনও চাই। প্রয়োজনীয় সংস্কার হবে এবং নির্বাচনও হবে। অন্তর্বর্তীকালিন সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া। কিন্তু এর সাথে এই ফ্যাসিজম যেন আর ফিরে না আসে, সেই পথকে চিরতরে বন্ধ করে দিতে হবে।
তিনি বলেন, জামায়াত দেশ জাতির বৃহৎ স্বার্থে সকল কল্যাণময় কাজের প্রতি অত্যন্ত যত্নশীল। ফ্যাসিবাদে নিষ্পেষিত রাষ্ট্র গঠনে জামায়াত দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করতে চায়। কারণ এই দেশ আমাদের সবার, গড়ার দায়িত্বও সবার। রাষ্ট্রের এই বৃহৎ কাজে জনগণের সহযোগিতা একান্ত জরুরী। তাই জামায়াত দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
তিনি সোমবার রাতে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কান্দিগাও ইউনিয়ন আমীর আব্দুস সামাদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দীন, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দীন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, এডভোকেট মমিনুজ্জামান ও সহকারী সেক্রেটারি জৈন উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ৮নং কান্দিগাও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মখলিছুর রহমান ইমরান।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ফয়জুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সভাপতি ফজলুর রহমান, সেক্রেটারি মাখন মিয়া, জামায়াত নেতা নজরুল ইসলাম ফারুক, আবু তাহের, ছৈল মিয়া, আল আমিন ও নানু মিয়া প্রমূখ। ছাত্রপ্রতিনিধিদের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রশিবির দক্ষিণ সুরমা থানা উত্তরের সাংগঠনিক সম্পাদক লিজান আহমদ ও কান্দিগাও ইউনিয়ন সভাপতি নাকিব হাসান প্রমূখ। সমাবেশে এলাকার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি