ওসমানীনগরে বিএনপির কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ৭:৪৭:৩০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াছ আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা বলেছেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এখন কোথায়? আমরা গোয়ালাবাজারে লিফলেট বিতরণে আসলে তারা ওসমানীনগরের ওসিকে নিয়ে আমাদের গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে উল্টো আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছিল। জেনে রাখবেন, এক মাঘে শীত যায়না। আজকে যাদের সামনে এসে কথা বলার সাহস নেই, তারা ফেইসবুকে লিখে বিএনপি’র বিরোধীতা করছেন। তাদের পরিনাম ভাল হবেনা। আর বিএনপি’র নেতা কর্মীদের কেউ দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে, ভুক্তভোগীরা তাদের নামে থানায় মামলা দিয়ে আইনের আওতায় আনবেন।
তিনি মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারে ওসমানীনগর উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির ঊক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা বিএনপি’র সভাপতি এসটিএম ফখর উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেরাগ আলী, গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সৈয়দ কওছর আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কয়েছ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, যুগ্ম দপ্তর সম্পাদক শফি আহমদ চৌধুরী, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, সুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী প্রমূখ।