প্রধান উপদেষ্টার কাছে দুর্নীতি মুক্তকরণ ফোরামের প্রস্তাবনা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ৭:৫৫:৩২ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এর কাছে রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি দমনে ১৫টি প্রস্তাব সম্বলিত স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসনের মাধ্যমে পেশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে এই স্মারকলিপি পেশ করেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল মুতাওয়ালী ফলিক, সাংবাদিক শহিদ আহমদ খান সাবের, যুব ফোরামের সভাপতি মোঃ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না।
উক্ত দাবীগুলো দেশ ও জনগণের স্বার্থে দ্রুত বাস্তবায়ন করলে ছাত্র-জনতার আন্দোলন সফল ও অমর হয়ে থাকবে। নেতৃবৃন্দ মনে করেন, তাদের দেয়া প্রস্তাবগুলো বস্তাবায়িত করলে দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি