জমিয়তের গণসমাবেশ সফলে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ৮:০৬:০১ অপরাহ্ন
আগামী ২৩ নভেম্বর শনিবার সিলেট জেলা দক্ষিণ-উত্তর ও মহানগর জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষে মঙ্গলবার সিলেট জেলা জমিয়তের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি মাওলানা মুশাহিদ দয়ামীরীর সাথে মতবিনিময় করেন সিলেট জেলা দক্ষিণ ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ।
এসময় তারা প্রবীণ শায়খুল হাদীস মাওলানা মুখলিসুর রহমান কিয়ামপুরীর সাথে সাক্ষাৎ করেন ও সমাবেশের দাওয়াত দেন। এরপর ওসমানীনগর জমিয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে ঐতিহ্যবাহী জামিয়া গহরপুর সিলেটে যান। জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু জমিয়ত নেতৃবৃন্দকে স্বাগত জানান ও আহুত গণসমাবেশের সফলতা কামনা করেন।
দাওয়াতি সফরে ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুফতি মুজিবুর রহমান, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা দক্ষিণ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দিন, সহ প্রচার সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ প্রমুখ।
এদিকে আরেকটি কাফেলা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াত প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মুফতি আবু মোঃ ইয়াহইয়া, তায়িবুর রাহমান প্রমুখ। বিজ্ঞপ্তি