গোয়াইনঘাটে ছাত্র-জনতার সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ৯:০৭:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সিলেটে বিশেষ সফর উপলক্ষে গোয়াইনঘাটের ফতেপুরে সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি বিলাল আহমদ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ তাদের বক্তব্যে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে বলেন, আগামীর বাংলাদেশের রূপরেখা কি হবে এটি ঠিক করবে এদেশের তরুণরা। দেশ পুনর্গঠনে নেতৃত্ব দেবে চব্বিশের তরুণরা। এদেশের তরুণরা উনসত্তর আর নব্বইয়ের মতো আর ভুল করবে না।
তারা বলেন, বঙ্গবন্ধু এই ফ্যাসিবাদের প্রতিরক্ষা পুরুষ। আমরা ফ্যাসিবাদের পতন করলেও এখনো ফ্যাসিবাদের বিলোপ করতে পারি নি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ এখনো শেষ হয় নি।
কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ বলেন, আওয়ামী লীগ এখনো কিছু কিছু জায়গায় ঝটিকা মিছিল করছে। এদেরকে ধরে ধরে থানায় দিতে হবে। ছাত্রলীগ একটি জঙ্গি ও খুনি সংগঠন। এদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিতে হবে।
এ সময় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে বক্তব্য দেন আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসউদ, রিফাত রশীদ, মাহিন সরকার, লুৎফর রহমান, খান তালাত মাহমুদ রাফী, আশরাফ মাহদী, রফিকুল ইসলাম আইনী, রফিকুল ইসলাম আইনী, সাকিব মাহমুদ রাফি ও শাবি শিক্ষার্থী জাকারিয়া হোসাইন জাকির প্রমুখ।