কুলাউড়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৬:১৭:০৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে রাইজিং সান আইডিয়াল স্কুলে এই সংবর্ধনার আয়োজন করে এভারগ্রিন হাজীপুর নামক সামাজিক সংগঠন। সংগঠনের সভাপতি মিজানুর রহমান রুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু।
এভারগ্রিন হাজীপুরের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তাজুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নয়াবাজার কে.সি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রোমান, কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান সাইফুল ইসলাম, হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, কটারকোনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুমিত মাছুম, মশিউর রহমান সোহাগ ও ছাত্রদল নেতা শাহান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে রাইজিং সান আইডিয়া স্কুলের পরিচালক ইমদাদুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম, সভাপতি ফুল মিয়া, সাজ্জাদুর রহমান রাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য রাখেন জিপিএ-৫ পাওয়া আখি আক্তার মান্না।