কুলাউড়ায় বিশ্ব টয়লেট দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৬:২৯:১২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরমচাল মিশনে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প পরিচালনা কমিটির চেয়ারম্যান মৃত্যুঞ্জয় তালুকদারের সভাপতিত্বে ও প্রকল্পের সমাজকর্মী ঊর্মিমালা রিছিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বাকী। বিশেষ অতিথি ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ, প্রকল্পের শিক্ষক সৌরভ তপ্ন, রিবিকা বেপারী, হান্না মুন্ডা ও এডেন্টিনা লামিন, ইউরেকা লাংছিয়াং প্রমুখ। সভাশেষে প্রধান অতিথি একশত হতদরিদ্র পরিবারের মাঝে পয়:নিষ্কাশনের জন্য ১টি করে বদনা বিতরণ করেন।