প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে জিডিএফ’র সভা
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৬:৩২:১১ অপরাহ্ন
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) ও দেশ যুব সংগঠন সিলেটের যৌথ উদ্যোগে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জিডিএফ’র সহ সভাপতি এডভোকেট রাকিব আলী খানের সভাপতিত্বে ও জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি বিরহী কালা মিয়া, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের ক্রেডিট এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ উজ্জল মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র সদস্য শারমিন আক্তার রেবা। বক্তব্য রাখেন জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোঃ দিদার আহমদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, দেশ যুব সংগঠন সিলেটের সভাপতি মোঃ কামাল, সিনিয়র সহ সভাপতি সীমা রানী বিশ্বাস, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, শিলন বেগম, শিক্ষক বায়জিদ শিপন, দেশ যুব সংগঠনের সদস্য মোছাঃ ববি বেগম, অনন্যা বিশ্বাস, হাবিবা আক্তার, সেবা রানী দাস, নারী উদ্যোক্তা শম্পা রানী রায়, রীতা রানি তালুকদার, আতিকুর রহমান আফী, কেয়া চৌধুরী, নাসিমা বেগম প্রমুখ।
পরে জিডিএফ কার্যালয় পরিদর্শনকালে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম-কে প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি বেইল পদ্ধতিতে মানপত্র লিখে তা পড়ে শুনান এবং মানপত্র প্রদান করে। সংবর্ধিত অতিথিকে জিডিএফ’র পক্ষ থেকে ফুলে তোড়া এবং দেশ যুব সংগঠন সিলেটের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি