জগন্নাথপুরে সিএনজি চালক হত্যায় গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৭:১৬:৪৫ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সিএনজি চালক সুজিত দাস] (৩০) হত্যাকা-ের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে র্যাব-৯ তাদের গ্রেফতার করে। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সিএনজিসহ হত্যায় ব্যবহৃত চাকু। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের আনসার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জের সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও বাহুবল উপজেলার পনারাব্দা গ্রামের শিবলু মিয়া (২০)।
গ্রেফতারের বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ মঙ্গলবার রাত ৮টায় প্রেস ব্রিফিং করে বলেন, তথ্যপ্রযুক্তি ও র্যাব-৯ এর সহযোগিতায় আসামীদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যমতে সিএনজি গাড়িটি ও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামীরা সিএনজি ছিনতাইয়ের উদ্দেশে এ হত্যাকা- করেছে বলে স্বীকার করেছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা জানতে আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হবে।
প্রসঙ্গত, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুর উপর থেকে শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিহত সিএনজি চালক সুজিত দাশের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুজিত রানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সদস্য ছিলেন। সে জগন্নাথপুর উপজেলার হলদিপুর-চিলাউড়া ইউনিয়নের গোপড়াপুর গ্রামের সোহাগ দাসের ছেলে। এ ঘটনায় সোমবার রাতে সুজিস দাসের বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।