আনুপাতিক হারে নির্বাচনের পরামর্শ সাবেক সিইসি রউফের
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৮:৪৬:৫৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আনুপাতিক হারে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি (অব.) আব্দুর রউফ। বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের ৪১৩ নং সভাকক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে আব্দুর রউফের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এই পরামর্শ দেন। বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারসহ সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাবেক সিইসি আব্দুর রউফ বলেন, এখনই নির্বাচনে আমেরিকান পদ্ধতি আনার দরকার নেই। ভোটের প্রক্রিয়া সরলীকরণ করতে হবে। আনুপাতিক হারে নির্বাচন করা দরকার। মানুষ ভোট দিবে দলকে, প্রার্থীকে নয়। পোলিং স্টেশনগুলো পারমানেন্ট করুন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা ভোট হবে। ১ ঘণ্টা লাগবে ফলাফল দিতে।
রাজনৈতিক দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন মানবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের তিনি জবাবে বলেন, রাজনৈতিক দলগুলো অনেক কিছুই মানবে না, দলগুলোকে মানাতে হবে। যে দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র নেই, সে দেশে কীভাবে গণতন্ত্র আনবেন। কয়টা রাজনৈতিক দল আছে, যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করে তাদের নেতৃত্ব নির্ধারণ করে?
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ অনেক প্রজ্ঞাবান একজন ব্যক্তি। নির্বাচন নিয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা সবার কথা শুনছি। সবার কথা শুনে আমরা সুপারিশগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ তৈরি করব।
কয়েকদিনের মধ্যেই নতুন কমিশন গঠন হচ্ছে, এ ক্ষেত্রে আপনাদের সঙ্গে কমিশনের কাজ কেমন হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাজ একটা, আর তাদের কাজ আরেকটা। আমাদের সঙ্গে তাদের কাজের সম্পর্ক নেই, বরং আমরা নতুন নির্বাচন কমিশনের সঙ্গে অনেক বিষয়ে পরামর্শ করতে পারবো।