জুড়ীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৫:৫১:৫৮ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালবাড়ি ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী-বড়লেখা আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা শাখার নবনির্বাচিত আমীর আব্দুল হাই হেলাল, সাবেক উপজেলা আমীর ও জেলা জামায়াতের টিম সদস্য হাফিজ নাজমুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো: আজিম উদ্দীন ও উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইন প্রমুখ।
উপজেলা আমীর ২০২৫-২৬ সেশনের জন্য মো: ইসলাম উদ্দিনকে সভাপতি এবং রহিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট গোয়ালবাড়ি ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্য হলেন-সহসভাপতি মাওলানা কাজী সাইফুল কবির, সহ-সভাপতি কামাল উদ্দিন, সহ-সেক্রেটারি ফাহাদ আহমদ মুক্তা, সাংগঠনিক সাইদুর রহমান জুবেল, বায়তুলমাল সম্পাদক জুবের আহমদ ও সহ-বায়তুলমাল সম্পাদক আবু নাঈম প্রমুখ।