জুড়ীতে পূবালী ব্যাংকে ইসলামিক কর্ণার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৫:৫৩:৩৮ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে পূবালী ব্যাংক পিএলসি জুড়ী শাখায় ইসলামিক কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ব্যাংক কার্যালয়ে জুড়ী শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ আবদুল হকের সঞ্চালনায় ও ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজারের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ছরওয়ার আলম, শাহ নিমাত্রা এস এফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান সিরাজী, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মুজিবুর রহমান আজিজি, দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।