ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জমিয়তের সমাবেশ সফলের আহবান
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৭:১৬:৪৪ অপরাহ্ন
ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল ২৩ নভেম্বর শনিবার সিলেটে গণসমাবেশ করতে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনের সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষে বৃহস্পতিবার নগরীর লালদিঘীরপারস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশ সফলে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ সভাপতি মুফতি মুজিবুর রহমান।
সংবাদ সম্মেলনে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, ভারতীয় উপমহাদেশে ধর্ম ও রাজনীতিতে জমিয়তের একটি উজ্জ্বল ইতিহাস রয়েছে। ১৯১৯ সাল থেকে অদ্যাবধি জমিয়ত পাক-ভারত উপমহাদেশের স্বাধীনতা, ধর্ম, রাজনীতি ও সমাজব্যবস্থায় অবদান রেখে আসছে। নেতৃবৃন্দ ১৯৭১ সালে শহীদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবে আবু সাঈদ, মীর মুগ্ধ, সিলেটের সাংবাদিক তুরাবসহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জমিয়ত নেতারা বলেন, প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ও পটপরিবর্তনে রয়েছে জমিয়তের সক্রিয় অংশগ্রহণ। সর্বশেষ চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবে জমিয়ত প্রত্যক্ষভাবে অবদান রেখেছে বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দ জানান, গত ২ আগস্ট সিলেট জেলা ও মহানগর জমিয়তের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ মিছিল হয়েছিলো। আন্দোলনে গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ গুলিবিদ্ধ হন। সিলেট সদর উপজেলা ছাত্র জমিয়তের সহসভাপতি ফরহাদ আহমদ মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এছাড়াও সিলেট মহানগর, সদর ও বিয়ানীবাজার উপজেলায় কমপক্ষে ২০ জন জমিয়তকর্মী আহত হয়েছিলেন বলে জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ আওয়ামী দু:শাসন থেকে মুক্তি পেলেও চব্বিশের পরাজিত শক্তি নানান ষড়যন্ত্রের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। কিছু অসাধু রাজনীতিবীদ পতিত স্বৈরাচারকে রক্ষার চেষ্টায় লিপ্ত। কেউ আবার রাজনীতিতে তাদেরকে পুনর্বাসনের অপচেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যকলাপে তারা উদ্বিগ্ন বলে জানান। তারা বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে সকল প্রকার বৈষম্য দূর করে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শনিবার সিলেট রেজিস্টারি মাঠে সিলেট জেলা দক্ষিণ উত্তর ও মহানগর জমিয়তের যৌথ উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেতৃবৃন্দ এই গণসমাবেশে শরীক হতে সর্বস্তরের সিলেটবাসীকে আহবান জানান এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তের সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান, সিলেট মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, জেলা উত্তরের সিনিয়র সহসভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, সেক্রেটারী মাওলানা ইবাদুর রহমান, কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া প্রধান মাওলানা মুহিব্বুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি