কুলাউড়ায় আদর্শ পাঠাগারে বই বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৮:৪৬:১৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ‘আদর্শ পাঠাগার’র ৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ বইপড়া প্রতিযোগিতা উৎসবে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।
পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মো. খালিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমীন চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. মোছলেহ উদ্দিন জুনেদ, প্রভাষক মো. সাইফুল ইসলাম, প্রভাষক মো. কিবরিয়া ও প্রভাষক মো. আজিজুর রহমান।
বক্তারা আদর্শ পাঠাগারের ধারাবাহিক এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের অবস্থান থেকে পাঠাগারের সকল কার্যক্রমের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মো. খালিক উদ্দিন জানান, চলতি বছরে ৫ বছর পূর্তি করেছে আদর্শ পাঠাগার। এ উপলক্ষে বইপড়া উৎসবের একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ থেকে ১ শতাধিক ছাত্র-ছাত্রী এই বইপড়া উৎসবে নিবন্ধিত হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে প্রতিযোগিতার বইটি তুলে দেওয়া হয়। আগামী ১৪ ডিসেম্বর উক্ত বই থেকে জ্ঞানমূলক প্রশ্নের ১০০ মার্কের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিবে। সেখান থেকে মেধা তালিকার ভিত্তিতে বইপড়ায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বিভিন্ন মাপকাঠিতে নগদ শিক্ষাবৃত্তি, বই ও অন্যান্য শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে বই উপহার দিয়ে সহযোগিতা করেছেন ‘আহমদ জে. সোহান ফাউন্ডেশন’ ও ‘আজাদ চৌধুরী-সামসুন নাহার ফাউন্ডেশন’।