মুহিন খাঁন এর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৮:৫৫:১৫ অপরাহ্ন
সাবেক ছাত্রনেতা মুহিন খাঁন এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহী ঈদগাহ এলাকাবাসী ও বন্ধুমহলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাদ যোহর শাহী ঈদগাহস্থ হযরত শাহ মীর (রহ.) জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে মুহিন খাঁন এর রুহের মাহফেরাত কামনা করে মোনাজাত পরিচলনা করেন ক্বারী মাওলানা আব্দুর রহমান আমেনী। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবসহ সিলেট বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শাহী ঈদগাহ এলাকাবাসী ও বন্ধুমহলের নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মুহিন খাঁন বিএনপির নিবেদিত কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও আদর্শবান কর্মী হারিয়েছি। আমি মুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। বিজ্ঞপ্তি