হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের রিমান্ড মঞ্জুর, সমর্থকদের গণপিটুনি
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৯:১৫:২৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: হবিগঞ্জে চুনারুঘাটে হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে ৭ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এসময় সুমন সমর্থকরা তারপক্ষে স্লোগান দিলে গণপিটুনির শিকার হন।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এর আদালতে তাকে তোলা হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. শহিদুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে উভয়পক্ষের যুক্ত তর্ক শেষে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এদিকে সকাল থেকে আদালত প্রাঙ্গণে সুমনের সমর্থক ও যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা আদালতে জড়ো হন। এসময় সুমনকে যখন কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয় তখন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ প্রর্দশনী করে। এসময় আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অপরদিকে সুমনের সমর্থকরা এজলাসের সামনে জড়ো হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে কয়েকজন গণ পিটুনির শিকার হন। পরে আইনজীবী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে সুমনকে আদালত থেকে জেল হাজতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ধাওয়া করে ডিম নিক্ষেপ করে। অতিরিক্ত পিপি অ্যাড. মো. নুরুল ইসলাম জানান, ব্যারিস্টার সুমন ফ্যাসিবাদের দোসর ছিল। তার নির্দেশেই শায়েস্তাগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা হয়। আমরা আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. শহিদুল ইসলাম জানান, সুমনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে ও সাম্প্রতিক সময়ে অন্যান্য আইনজীবীদের প্রসঙ্গ উল্লেখ করে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।