জমিয়তের গণসমাবেশ সফলে প্রচার মিছিল
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৬:২৬:৪৪ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর-দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আজ শনিবার নগরীর রেজিস্ট্রারী মাঠে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে গণসমাবেশ সফলের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ’ বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে প্রচার র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে ও মহানগর ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান এর পরিচালনায় পথসভায় সভাপতির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান সিলেটের জমিয়ত কর্মী ও সর্বসাধারণদের রেজিস্ট্রারী মাঠে জমিয়তের গণসমাবেশে সকলের উপস্থিতি, দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জমিয়তের এর সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা কবীর আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক শামিম আহমদ, জেলা দক্ষিণের মাওলানা ফয়সল আহমদ, জেলা দক্ষিণ যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাসান আহমেদ, এম বেলাল আহমেদ চৌধুরী, এডভোকেট রেজাউল হক, মহানগর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খয়ের, সহসভাপতি জাহেদ আহমদ, জামিল আহমদ, আবু হানিফা সাদি ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। বিজ্ঞপ্তি