কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৭:০২:০২ অপরাহ্ন
সাহিত্য জীবনের কথা বলে। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সাহিত্য চর্চা করলে সেই সাহিত্য সকলের মনোরঞ্জন করতে ব্যর্থ হয়। জীবনের নানা সমস্যা ও সংকট লেখালেখির মাধ্যমে তুলে ধরতে হবে। কবি-সাহিত্যিকদের জীবনঘনিষ্ট সাহিত্য রচনায় এগিয়ে আসা উচিত।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২১৫তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচকগণ উপরোক্ত কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসরকক্ষে সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে আসরে আলোচনায় অংশ নেন সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কবি মাহফুজ জোহা ও মুক্তার আহমদ।
ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের সঞ্চালনায় আসরে লেখাপাঠে অংশ নেন সিরাজুল হক, তাসলিমা খানম বীথি, আব্দুস সামাদ, কামাল আহমদ, সুফি আকবর, জুবের আহমদ সার্জন, ইউসুফ আল আজাদ, নূর জালাল খান শাহনুর, মাশহুদ আল হাবিব, ইব্রাহীম ইউসুফ, রায়হান কবির প্রমুখ। গান পরিবেশন করেন ওমর ফারুক, কুবাদ বখত চৌধুরী রুবেল ও মো. সাজিদুর রহমান। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ। সেরা লেখক মনোনীত হন ইউসুফ আল আজাদ। বিজ্ঞপ্তি