বিয়ানীবাজারে যুব জমিয়তের কর্মী সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৭:০৩:৪৫ অপরাহ্ন
যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌর শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা তোফায়েল আহমদ এর সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমাদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল হাসান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা জালাল উদ্দীন, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ, দুবাগ ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম কবির, লাউতা ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক আলি হোসাইন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম ও ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি জাহিদ আহমদ।
কাউন্সিলের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য মাওলানা তোফায়েল আহমদকে সভাপতি, মোস্তফা আল মাশহুদ শাহীনকে সাধারণ সম্পাদক ও জুনাইদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি