হবিগঞ্জে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৭:০৯:৪৫ অপরাহ্ন
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন বলেছেন, দেশে ১৫ বছরেরও বেশি সময় ধরে চলে আসা দুর্নীতি দুঃশাসন ও মানুষের ভোট আর ভাতের অধিকার হরণের বিরুদ্ধে একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ঘটে গেছে। সেই অভ্যুত্থানের ফসল হিসেবে এসেছে অন্তর্বর্তী সরকার। তাই স্বাভাবিকভাবেই এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। তাই দেশের মানুষের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দামের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এখন সরকারের নিকট সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয়, আমরা এখনও সরকারের নিকট থেকে ওইসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না।
বৃহস্পতিবার বিকাল ৩টায় হবিগঞ্জ শহর সংলগ্ন আনোয়ারপুর বাইপাস পয়েন্টে মহান রুশ বিপ্লব বার্ষিকী ও বাসদ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা নেতা প্রবাসী কমরেড আবুল কালাম আজাদ, বাসদ জেলা শাখা নেতা এবং তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর জাতীয় কমিটি হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী, লাল পতাকা মিছিল ও সমাবেশ উদযাপন কমিটির আহবায়ক কমরেড ফয়সল আহমেদ, জেলা বাসদ নেতা নূরুজ্জামান তরফদার, ইমাম চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রামভোজন রবি দাস, বাসদ চুনারুঘাট উপজেলার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান ফরিদ, বানিয়াচং উপজেলা শাখার সাবেক আহবায়ক কমরেড লোকমান আহমেদ।
সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, গণতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলার সভাপতি অ্যাডঃ রনধীর দাস চৌধুরী, বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম, মোশারফ হোসেন খান শান্ত, অ্যাডঃ জিলু মিয়া, ডাঃ সুনীল রায়, ইমাম চা বাগানের সন্তোষ বাক্তী, ইমন গোস্বামী, রেমা চা বাগানের অরুন দাস পাইনকা, চন্ডিছড়া চা বাগানের সন্তোষ রুমা, কার্তিক, প্রহলাদ, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ^জিত নন্দী, ছাত্রফ্রন্ট নেতা মিনহাজুর রহমান তারেক, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক নিকিতা, নাইমা, নির্মাণ শ্রমিক মোজাহিদ, সেকুল, নজরুল, শিল্প শ্রমিক নাহির, রংমিস্ত্রী সমির প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা বাসদ নেতা তৌহিদুর রহমান পলাশ। বিজ্ঞপ্তি