পৃথক অভিযানে ৯৬ বস্তা চোরাই চিনিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৭:৫৬:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে ৯৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি সিএনজি জব্ধ করা হয়। নগরীর সুবিদবাজার ও বাদাঘাট এলাকায় পৃথক অভিযানে এসময় ২ জনকে আটক করে পুলিশ। এসএমপি সূত্রে জানা গেছে, নগরীর সুবিদবাজার এলাকা থেকে ৮৯ বস্তা ভারতীয় চোরাই চিনি ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় এ অভিযান চালায় এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ।এসময় চোরাচালানের সাথে যুক্ত থাকায় আম্বরখানা এলাকার ভাই ভাই খাদ্য ভান্ডারের কর্মচারী সজল আহমদ রিফাত (২১) আটক করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পলিশ নগরীর সুবিদবাজার ও আম্বরখানা এলাকায় পৃথক অভিযান চালায়। এসময় আম্বরাখানায় অবস্থিত ভাই ভাই খাদ্য ভা-ারের কর্মচারি রিফাতকে আটক করলে তার দেয়া তথ্যমতে বনকলাপাড়া এলাকা থেকে ৮৯ বস্তা চিনি ও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়। ৮৯ বস্তা ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৩ লাখ ৫৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত ও পলাতক অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়েছে পুলিশ।
এদিকে বৃহস্পতিবার বাদাঘাট ব্রীজ সংলগ্ন বাংলাদেশ মেরিন একাডেমীর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ভারতীয় চোরাই চিনি বহনকারী একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি আটক করে পুলিশ। উক্ত সিএনজি থেকে ৭ বস্তা চোরাই চিনি উদ্ধার করা হয়। এসময় সিএনজি চালক মোঃ ইসমাইল (৩৫) কে আটক করা হয়। সে কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের শাহ আলমের পুত্র। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পৃথক অভিযানে চিনি উদ্ধার ও ২ জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।