উপশহরে বিএনপি নেতার প্রাইভেট কার ছিনতাই
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৮:১৭:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে বিএনপি নেতা আব্দুল মালেক সেকুর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ নভেম্বর রাত ১১টার দিকে উপশহরের ডি ব্লক থেকে গাড়িটি ছিনতাই হয়।
এ বিষয়ে আব্দুল মালেক সেকু ১৫ নভেম্বর এসএমপির শাহপরান থানায় মামলার উদ্দেশ্যে অভিযোগ দায়ের করলেও সেটি মামলা হিসেবে রেকর্ড হয়নি। তবে থানা পুলিশ বলছে- অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডের পর্যায়ে রয়েছে এবং গাড়ীটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
অভিযোগ সূত্রে জানা গেছে- সিলেট মহানগর বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক সেকুর প্রাইভেট কারের (ঢাকা মেট্রো. গ- ৩১-০৬৫১) চালক দিলওয়ার হোসেন গাড়িটি চালিয়ে ১৩ নভেম্বর রাত ১১টার দিকে উপশহরের ডি ব্লকের ২৪নং রোডের মুখে আসামাত্র কয়েকজন যুবক পথরোধ করে চালককে মারধর করে কারটি ছিনিয়ে নিয়ে যান। পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন- ছিনতাইয়ের সঙ্গে সিলেটের জকিগঞ্জ উপজেলার হাইদ্রাবন গ্রামের খবিরুল হকের ছেলে কামরুল হাসান ওরফে লম্বা হাসান (৩৫), বিশ্বনাথ উপজেলার আব্দুল করিম (৩২) ও সেলিম আহমদ (৩০), নগরীর মাছিমপুরের ফয়সল আহমদ (৩২), শাহজালাল উপশহরের ডি ব্লকের বাসিন্দা মনির আহমদ (৩২), শাহপরান থানার ২৪ নং ওয়ার্ডের পূর্ব সাদাটিকরের মৃত শায়েস্থা মিয়ার ছেলে লাকী মিয়া (৩০) এবং কুমিল্লা চাঁদপুরের রাশেদ আহমদ (৩০)-সহ আরও ৩/৪ এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা সবাই বর্তমানে শাহজালাল উপশহর ও আশপাশ এলাকায় বসবাস করেন এবং ছিনতাই চক্রের সদস্য।
শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য শুক্রবার সন্ধ্যায় বলেন- অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডের পর্যায়ে রয়েছে। একই সাথে গাড়িটি উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।