বড়লেখায় ২ যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৮:২৩:১৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারকে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ২ আসামি উপজেলা যুবলীগ নেতা ফয়ছল আহমদ (৪৫) ও সুরমান আলী ওরফে সায়মন (৩৫)-কে পুলিশ গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। শুক্রবার আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বিগত আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী। তারা যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদারকে পিটিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে যায়। এঘটনায় গত ২৩ আগস্ট যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদার সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম জানান, নুরুল ইসলাম তাপাদারের হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।