জগন্নাথপুরে হিল এর কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৮:৩০:৩৬ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: শুক্রবার বিকাল ৪টায় জগন্নাথপুর সরকারি কলেজ গেইটের সামনে অর্ধ-শতাধিক পরিবারের মধ্যে হিল সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভায় হিল সামাজিক সংগঠনের সভাপতি আকমল হুসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবির আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সমাজ সেবক জাকারিয়া আহমদ, আবু আসাদ চৌধুরী, আব্দুল হেকিম, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর সরকারি কলেজ প্রভাষক নিয়াজ আহমেদ ভূইয়া, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, সমাজসেবক জুলফিকার আহমেদ মনি, সাংবাদিক হুমায়ুন আহমেদ ও যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া প্রমুখ।
শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন মাওলানা জয়নাল আবেদীন, হিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন দাতা সদস্য ফুজায়েল আহমদ সাজু, হিল এর আজীবন দাতা সদস্য আকিক মিয়া, রানীগঞ্জ ফ্রেন্ডসক্লাব এর সাবেক সভাপতি রাহুল ইসলাম, হিলের সাবেক সভাপতি মো. রুয়েল মিয়া, হিলের স্থায়ী কমিটির সদস্য জিলানী রায়হান, প্রবাসী মো. কাশেম মিয়া, মো. শিপন আহমদ, তানজীরুল হক ইবন, মো. আতিকুল ইসলাম, মো. আইনুল, মো. রাকিব আহমদ, মো. শাহান আহমদ, মো. হাসান আহমদ, রনি আহমদ, সদস্য মো. আজাহার ও মো. সায়েম।