মৌ.বাজারে কৃষক আত্মহত্যা প্ররোচনা মামলার ৬ আসামী ঢাকায় গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৮:৩৯:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার চাঞ্চল্যকর কৃষক আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামীসহ এজাহারনামীয় ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ঢাকার মতিঝিল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করা হয়।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর দপ্তর, সিলেট হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার আটঘর গ্রামের আরজু মিয়ার ছেলে ইফসুফ (৩৮), একই এলাকার হাছন মিয়ার ছেলে হাবিব মিয়া (২০), মৃত আছাব আলীর স্ত্রী ফরিজা খাতুন (৫০), মৌলভীবাজার সদরের গনসী গ্রামের আশরাফ উদ্দিন (৫০), আটঘর এলাকার মৃত মানব মিয়ার ছেলে মহসিন (৪২) এবং শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামের মালধার মিয়ার ছেলে জাকির হোসেন মেম্বার (৪০)।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯, সিলেটের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।