সুনামগঞ্জে আমনের বাম্পার ফলন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৬:৪৩:১৮ অপরাহ্ন
জসীম উদ্দীন, সুনামগঞ্জ: সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। হাওরে হাওরে দুলছে সোনালি শীষ। কৃষাণ-কৃষাণীর মুখে হাসির রেখা ফুটে উঠেছে। ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা, কেউ কেউ ধান কেটে তুলছেন ঘরে। এদিকে বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় সরকারের নিকট ধানের ন্যায্য দাম দাবি করছেন কৃষকেরা।
সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেখার হাওরে গিয়ে দেখা যায়, প্রখর রোদে মাথায় গামছা বেঁধে ধান কাটছেন কৃষকেরা। শরীরে ঘাম ঝরলেও ক্লান্তি নেই। চোখে মুখে তৃপ্তির হাসি। এখানেই কথা হয় জমির আলীর সাথে তিনি জানালেন, আবহাওয়া অনুকুলে হওয়ায় এবার দুশ্চিন্তা নেই। মাত্র ২ কেদার জমি কেটেছি। ২০ মন করে ধান ঘরে উঠছে। আরও ১০ কেদার জমি বাকি আছে। আশা করি দ্রুতই ধান কাটা শেষ করতে পারব। সংসার খরচ মিটিয়ে বছরটা ভালো কাটাতে পারব আশা করি।
লক্ষনশ্রী ইউনিয়নের মোসাদ্দেক মিয়া জানান, ধানের ফলন ভালো হয়েছে। এ সপ্তাহে পুরো জমির ধান কাটতে শুরু করব। ফলন ভাল হলেও বাজারে ধানের দাম বাড়েনা। উৎপাদন খরচ বেশি পড়ায় ধান বিক্রি করে পোষায়না। এমন বক্তব্য হাওরের সকল আমন চাষীদেরও।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার সুনামগঞ্জ জেলায় ৮৩ হাজার ৩৯৫ হেক্টর জমিত রোপা আমনের চাষাবাদ হয়েছে। চালের দিক দিয়ে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ১৪ হাজার ৯৬০ মেট্রিকটন। উৎপাদন ভালো হওয়ায় এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, এবার জেলার আমনের ভালো ফলন হয়েছে। সার,বীজসহ প্রণোদনা পাওয়ায় ফলন বাম্পার হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে আমনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি মনে করেন।