জুড়ীতে জামায়াতের ইউনিয়ন সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৭:০৮:৩২ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ীতে সদর জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন উপলক্ষে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
নবনির্বাচিত ইউনিয়ন আমীর এডভোকেট শাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আব্দুস সাত্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, সাবেক উপজেলা আমীর হাফিজ নাজমুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো: আজিম উদ্দিন, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারী আব্দুর রহমান, ইউনিয়ন টিম সদস্য মাওলানা শামসুল ইসলাম, আলমগীর হোসাইন, মাওলানা ফখরুদ্দীন পাঠান, মাওলানা দেলোয়ার হোসাইন, জামায়াত নেতা মুজিবুর রহমান আজিজি, মাওলানা আকমল হোসাইন, প্রভাষক মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে ১০১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। রুকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য ইউনিয়ন আমীর নির্বাচিত হয়েছেন এডভোকেট শাখাওয়াত হোসাইন। পূর্বে তিনি পশ্চিম জুড়ী ইউনিয়ন সভাপতি এবং জায়ফরনগর ইউনিয়ন সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি। সেক্রেটারী মনোনীত হয়েছেন মো: আব্দুস সাত্তার। তিনি ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি।