জুড়ী মডেল একাডেমীর অভিভাবক সমাবেশ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৭:১১:৫১ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী মডেল একাডেমীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) জুড়ী মডেল একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূকশিমইল স্কুল এন্ড কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম সরকার।
সহকারী শিক্ষক উসমান আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: সেলিম উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সদস্য হারিছ মোহাম্মদ, জায়ফরনগর মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, সমাজসেবক মিজানুর রহমান, আফতাব আলী, অভিভাবক সদস্য শাহাব উদ্দিন, আছমা আক্তার, তৃনা রানী রায়, সহকারী শিক্ষক এমদাদ হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জাহিদ হোসেন জমির, তোতা মিয়া, রায়হান আহমেদ শাহিন, আব্দুল অহিদসহ বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে। দীর্ঘ ১২ বছর যাবত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা এ প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৪শ জন ছাত্র ছাত্রী লেখাপড়া করছে। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে একটি সু-বিশাল মাঠ। বিগত বছরগুলোর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, জেএসসি ও সরকারি- বেসরকারি বৃত্তি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের সুনাম রয়েছে উপজেলা জুড়ে। এছাড়া এসএসসি পরীক্ষায়ও ভালো ফলাফলের সুনাম আছে।