মৌলভীবাজার শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৭:১৪:৫২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জেলা শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির জেলা সভাপতি আলাউদ্দিন শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিত’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর’র প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওঃ ফারুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণের সাবেক প্রধান উপদেষ্টা দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলার প্রধান উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী, মোঃ ইয়ামীর আলী প্রমুখ। সম্মেলনে আলাউদ্দিন শাহকে সভাপতি ও আব্দুল মুমিতকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন নির্বাচন কমিশন।