আকতার রশীদ চৌধুরীকে ব্যবসায়ীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৮:০১:৩২ অপরাহ্ন
মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ব্যবসায়ী ও রশিদ মটরস এর স্বত্বাধীকারী মোঃ আকতার রশীদ চৌধুরীকে ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে কদমতলীর পূর্বাশা শপিং সেন্টারের ব্যবসায়ীদের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার রশীদ চৌধুরী বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ৫ আগস্টের সফল গণঅভ্যুত্থানে এদেশের মানুষ ২য় বারের মত স্বাধীনতা লাভ করেছে। রাজনীতি, অর্থনীতি, ও সমাজনীতি সব জায়গায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপি নেতা কালু মিয়ার সভাপতিত্বে ও উজ্জল রঞ্জন চন্দর পরিচালনায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইছহাক আহমদ, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জমির আলী, ২৬নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাবেদ আহমদ বাদশাহ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়নুল আহমদ, মহানগর যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক শওকত আহমদ, যুবদল নেতা আব্দুল মোমিন, শামিম আহমদ, মেহেদী হাসান, সুমন আহমদ, পারভেজ আহমদ, পাবেল আহমদ, যুবদল নেতা সুমিত দে, বিশিষ্ট ব্যবসায়ী তারেক আহমদ, পান্না আহমদ, ফখরুল ইসলাম, তাজিম উদ্দিন, মোবারক খান, মালেক আহমদ, সৈয়দ এমরান আহমদ, জুবের আহমদ, রুমান আহমদ, আকতার আহমদ, দুলু মিয়া, সঞ্চয় দাস, প্রশান্ত দাস, এরশাদ ভুইয়া, আব্দুল কাদির, বিকাশ দাস প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ গোলাম সরওয়ার। বিজ্ঞপ্তি