কানাইঘাটে ‘প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘ’র ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৮:৫৩:৩৫ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: ‘দৃষ্টি সবার অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের সামাজিক সংগঠন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের তত্বাবধানে ও প্রভাতী সমাজ কল্যাণ সংঘ ফ্রান্স (প্যারিস) শাখার অর্থায়নে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) স্থানীয় বুরহান উদ্দিন আল বারাকা কমিউনিটি সেন্টারে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। উক্ত ক্যাম্পে চোখের নানা রোগে আক্রান্ত প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ বিতরণ ও প্রায় ১২০ জন রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা ডা. হাবিবুর রহমান হোসাইনী,বুরহান উদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জালাল উদ্দিন, বিশিষ্ট সমাজহিতৈষী সাইদুর রহমান, মাওলানা আবুল কালাম, সংঘের সভাপতি মাওলানা বিলাল আহমদ, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি এনাম উদ্দিন, অধ্যক্ষ আহমদ সালেহ বিন মালিক, প্রবাসী কমিউনিটি নেতা কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছালিম আছলাম, অর্থ সম্পাদক আব্দুল গফুর, সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সদস্য আছলাম বুলবুল, সদস্য এমাদ উদ্দিন, আলমগীর, শিব্বির আহমদ, জহির উদ্দিন,ইমরান আহমদ, সালমান আহমদ, আব্বাস আলী, দুলাল আহমদ, ফখরুল ইসলাম, আসলাম, জাবের আহমদ, ইমরান আহমদ, আদিল, মানিক আহমদ, আব্দুল কাদির, রেজা আহমদ প্রমুখ।