জমিয়ত সভাপতি রায়পুরীর ইন্তেকাল, জামায়াত আমীরসহ বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৯:৫১:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: প্রখ্যাত আলেমে দ্বীন, জমিয়তে উলামায়ের ইসলাম (ওয়াক্কাস) সভাপতি শায়খুল হাদিস মাওলানা মানসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত সাগে ১১টার দিকে মৌলভীবাজার জেলা সদরে একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মরহুমের জানাজার নামাজ শনিবার বেলা ২টায় গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের রায়পুরে অনুষ্ঠিত হয়। তিনি মাওলানা হাবীবুর রহমান রায়পুরী রহ. এর ছেলে এবং জাতীয় মসজিদ বায়তুল মুকাররামের দীর্ঘকালীন খতিব মাওলানা উবায়দুল হক রহ. এর বড়ো জামাতা ছিলেন।
শিক্ষা ও কর্মজীবন: শায়খুল হাদিস মানসুরুল হাসান জামেয়া হুসাইনিয়া গহরপুর, মঈনুল ইসলাম হাটহাজারী, জামেয়া বালিয়া মোমেনশাহী মাদরাসা থেকে হিফজুল কুরআন ও দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।
কর্মজীবনে তিনি জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর সিলেট-এর মুহাদ্দিস, নেত্রকোনা কলমাসিন্দুর মাদরাসা, সিলেট শহরের মদীনাতুল দারুসসালাম মাদরাসায় মুহাদ্দিস ছিলেন এবং বাহদুর পুর আলিয়া মাদ্রাসা শরীয়তপুরের হেড মুহাদ্দিস ছিলেন। এছাড়াও জামিয়া আল মাদানিয়া খেলাফত বিল্ডিং সিলেট, জামিয়া হুসাইনিয়া দক্ষিণ কাছ মাদরাসা, জামিয়া ইসলামিয়া ক্বাওমিয়া দারুল হাদিস মুন্সীবাজার মৌলভীবাজার এর শায়খুল হাদিস ছিলেন। সর্বশেষ ইন্তেকালের আগ পর্যন্ত জামেয়া আরাবিয়া নতুনবাগ খিলগাঁও ঢাকার শায়খুল হাদিস হিসাবে দায়িত্বরত ছিলেন। হাদিসের শিক্ষাদানের পাশাপাশি তিনি লেখালেখির সাথেও জড়িত ছিলেন। ইলমি বিষয়ে কয়েকটি কিতাব রয়েছে। তিনি সিলেটের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের হুসাইনিয়া কুতুবখানার সত্ত্বাধিকারী ছিলেন।
আমীরে জামায়াতের শোক: এদিকে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মানসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন জীবদ্দশায় মাওলানা মানসুরুল হাসান রায়পুরী ছিলেন ইসলামের একজন নিষ্ঠাবান খাদেম এবং একজন দক্ষ সংগঠক। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবনের তামাম নেক খেদমতকে কবুল করুন, ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।
মহানগর জামায়াত: জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি, শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। এক শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন- সিলেটের কৃতি সন্তান, দেশবরণ্যে আলেমে দ্বীন মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে দেশবাসী একজন আলেম অভিভাবককে হারালো। তিনি আমৃত্যু দ্বীন ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ মরহুম মাওলানা মনসুরুল হাসান রায়পুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
জমিয়ত একাংশ: এদিকে মরহুমের ইন্তেকালে জমিয়তের একাংশ থেকে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খয়ের, সাধারণ সম্পাদক নুরুল আমীন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মনসুরুল হাসান রায়পুরী শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম এর নিবেদিত এক সৈনিক ছিলেন। তার নেতৃত্বে আমরা দীর্ঘ দিন কাজ করেছি। তিনি একজন নিরলস জানবাজ নেতা ছিলেন। তিনি আন্দোলন সংগ্রামে আমৃত্যু এখলাসের সাথে কাজ করে গেছেন। আল্লাহ পাক তাঁর এই দ্বীনি মেহনতকে কবুল করেন। তাঁর ইন্তেকালে জমিয়ত একজন নিবেদিত নেতাকে হারালো।