পাত্রখলা বাগানে বিনামূল্যে চিকিৎসা সহায়তা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৬:৩২:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও পাত্রখলা চা বাগান পঞ্চায়েত কমিটির (এডহক) সার্বিক ব্যবস্থাপনায় মৌলভীবাজারের পাত্রখলা চা বাগান হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেয়া হয়।
রোববার সকাল ১০টায় মেডিকেল ক্যাম্প শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ন্যাশনাল টি-কোম্পানীর আওতাভুক্ত চা শ্রমিকদের জন্য চিকিৎসা সহায়তা কর্মসূচির ধারাবাহিকতায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে পাত্রখলা বাগানে পাঁচ শতাধিক রোগিদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। সকাল ১০টায় বাগান ব্যবস্থাপক দীপন কুমার সিংহ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. নিলয় দাস, ডা. ইহসান আহমেদ সামিন। উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হাসান, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা জনক দেববর্মা, মৌলভীবাজার জর্জ কোর্ট আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস আফরোজ বিপুল, বাগান পঞ্চায়েত কমিটির (এডহক) সভাপতি স্বপন কুর্মী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ।