কুলাউড়ায় ৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাস্থ্য বিভাগের সম্মাননা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৮:৩৬:১৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে স্বাস্থ্য বিভাগ। জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করায় রোববার দুপুরে হাসপাতালের সভাকক্ষে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনের সঞ্চালনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মৌলভীবাজারের প্রতিনিধি ডা. মোত্তাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভারইজার শফিকুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, সাংবাদিক ময়নুল হক পবন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আউয়াল, স্বাস্থ্য সহকারী লুৎফুর রহমান, বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান, বাংলাটিলা মাদ্রাসার সুপার সৈয়দ বাহার উদ্দিন ও মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র নাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আপ্তাব উদ্দিন।
স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, কুলাউড়া উপজেলায় ২১ হাজার শিক্ষার্থী ও কিশোরীকে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে সমাপ্ত হওয়া শতভাগ বাস্তবায়নকারী বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়, বাংলাটিলা মাদ্রাসা ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা সনদ প্রদান করা হয়।
তিনি আরও জানান, গত ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ২৮ নভেম্বর শেষ হবে। টিকা থেকে যারা বঞ্চিত হয়েছেন তারা ২৮ নভেম্বরের মধ্যে স্বস্ব ইউনিয়নের ইপিআই কেন্দ্রে গিয়ে তা গ্রহণ করতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা।