দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশের পর নিয়ন্ত্রণে হকার
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৪:৫৬:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশের পর সিলেট নগরে ফুটপাত ও রাস্তায় হকারদের দখল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে । সোমবার ‘হকার দৌড়াত্মে জিম্মী নগরবাসী-রুখবে কে?’ শিরেনামে দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশ হয়। এরপর সকাল থেকেই ব্যাপক তৎপরতা চালায় প্রশাসন। এতে নগরীর ফুটপাত ও রাস্তাঘাটে কমে আসে হকারদের দখলের মাত্রা। বেশিরভাগ রাস্তায় অন্যদিন যেখানে যানবাহন চলাচলে ঘণ্টার পর ঘণ্টা হকারদের জটলায় আটকে থাকতে হতো সে-সব রাস্তায় আজ অন্যদিনের মতো যানজট ছিল না। যানজট ও হকারমুক্ত রাস্তার ফলে পথচারী ও যাত্রীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং আরও ব্যাপকভাবে অভিযান চালিয়ে পুরো ফুটপাত ও রাস্তা হকারমুক্ত করার দাবি জানান।