নবীগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৬:০৮:৪০ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে হত্যা মামলার পলাতক এক আসামীতে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ টার দিকে নবীগঞ্জ থানাধীন আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর সাকিনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রব্বান (৪০) উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত মন্তাজ উল্লার ছেলে এবং আলোচিত সিএনজি চালক হাফিজুর রহমান হত্যা মামলার ২নং আসামী।
পুলিশ সুত্রে জানা যায়, গত ২৫ আগস্ট প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিএনজি চালক হাফিজুর রহমান খুন হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান করে সফল হননি। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ২নং আসামী রব্বান মিয়াকে রাত সাড়ে ১০ টার দিকে নবীগঞ্জ থানাধীন আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর সাকিনে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। সোমবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম।