সাবেক কৃষিমন্ত্রীকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৬:২৫:১৯ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় তাকে তাকে পুলিশ পাহারায় ঢাকা থেকে মৌলভীবাজার পাঠানো হয়।মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার জানান, শ্রীমঙ্গলের একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর বুধবার মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৯ অক্টোবর রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে আব্দুস শহীদকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এরপর কয়েক দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।