ফুলতলায় জামায়াতের ইউনিয়ন সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৫:৩৬:৩৩ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা ইউনিয়ন শাখার দায়িত্বশীল মনোনয়ন ও দ্বিবার্ষিক কমিটি গঠন উপলক্ষে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের টিম সদস্য ও জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফিজ নাজমুল ইসলাম।
ফুলতলা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা লোকমান হোসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য লুৎফুর রহমান আজাদী, জামায়াত নেতা লুৎফুর রহমান সিরাজী প্রমুখ।
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন উপজেলা আমীর আব্দুল হাই হেলাল। সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল মছব্বির এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা আব্দুল হালিম।