কুলাউড়ায় ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৫:৪১:০৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সোমবার রাতে তিনি পরিদর্শনকালে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।
পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের সব কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তিনি কর্মকর্তা ও কর্মচারীদের জনগণ সেবা নিতে এসে যেনো ভূমি অফিসে ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্যে রাখাসহ বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন। এ ছাড়া তিনি ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করে রুমের সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে তিনি ভূমি অফিস প্রাঙ্গণে বহেড়া ঔষধী একটি গাছ রোপণ করেন।