দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৫:৪৪:৫৫ অপরাহ্ন
সরকারের সংস্কার ও দেশের চলমান অবস্থা নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রিয় কমিটির এক সভা সোমবার রাতে নগরীর বন্দরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে তাদের ও পরিবারের সদস্যদের বিষয়-সম্পত্তির হিসাব দাখিলের বিধান কার্যকরের উদ্যোগে সরকারকে অভিনন্দন জানান। নির্ধারিত তারিখের মধ্যে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব সরকারের কাছে দাখিল না করলে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর প্রদক্ষেপ গ্রহণের জোর দাবী জানানো হয়।
সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল গফুর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রিয় সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি