জামায়াতের কর্মী সম্মেলন ১৩ ডিসেম্বর : প্রধান অতিথি জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৫:৪৬:৩৪ অপরাহ্ন
আগামী ১৩ ডিসেম্বর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলন করছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমীরে জামায়াত ডা. মোঃ শফিকুর রহমান। এছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সোমবার রাতে সিলেট জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক শেষে এই সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান প্রমুখ।
এসময় জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, গণমুখী সংগঠন জামায়াতে ইসলামী দীর্ঘদিন পরে ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনের যে উদ্যোগ গ্রহণ করেছে তা এ অঞ্চলের ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উজ্জীবিত করবে। আগামী দিনের রাজনৈতিক পটপরিবর্তনে মাইলফলক হবে পূণ্যভূমি সিলেটের এই ঐতিহাসিক সম্মেলন। তিনি সম্মেলন সফল করতে নেতাকর্মীদেরকে স্বত:স্ফুর্ত ভাবে কাজ করতে উদাত্ত্ব আহ্বান জানান।
সভায় ১৩ ডিসেম্বরের সম্মেলন সফল করতে জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি