সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৬:৪৩:৫৫ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মোল্লারগাঁও নামক স্থানে ট্রাক ও মোটর সাইকেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছে। তার নাম রোজিনা বেগম (২৪)। তিনি ছাতক উপজেলার মঈনপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী ও সিলেটের দক্ষিণ সুরমা কলেজের ডিগ্রি কলেজের ছাত্রী।
জানা যায়, সোমবার সিলেট এমসি কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা শেষে স্বামী আলী হোসেনের সাথে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে সন্ধ্যায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মোল্লারগাঁও নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ কলেজছাত্রী রোজিনা বেগম নিহত হন। আহত হন তার স্বামী আলী হোসেন।
ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এদিকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পৃথক দুটি জানাজা শেষে তাকে মঈনপুর গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে। রোজিনা উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের সাতপাড়া সদরপুর গ্রামের সোনা মিয়ার কন্যা। ২০১৮ সালে তাদের বিয়ে হয়েছিল বলে জানা গেছে।