কেমুসাস বইমেলা শুরু ১ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৮:১৬:৩৫ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতিবছরের মত এবারও আয়োজন করেছে অষ্টাদশ কেমুসাস বইমেলা। এ বছর আগামী ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. পর্যন্ত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক অষ্টাদশ কেমুসাস বইমেলা সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এবারের বইমেলা কেমুসাসের সাবেক সভাপতি, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ এইচ সা’দত খানের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। বইমেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে।
মেলার অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ২৯ নভেম্বর বিকেল ৪টায় বইমেলা সফলের লক্ষ্যে র্যালি, ১ ডিসেম্বর বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন, ২ ডিসেম্বর বিকেল ৩টায় ‘বিশেষ’ ও ‘ক’ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৩ ডিসেম্বর বিকেল ৩টায় ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৪ ডিসেম্বর বিকেল ৩টায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের হাতের লেখা প্রতিযোগিতা, বিকেল ৩:৩০টায় ‘বিশেষ’, ‘ক’, ‘খ’, ও ‘গ’ বিভাগের গান প্রতিযোগিতা, ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ‘জুলাই ভাবনা ও বিপ্লবী কবিতা পাঠের আসর’ ৬ ডিসেম্বর বিকেল ৩টায় ‘বিশেষ’ ও ‘ক’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা, ৭ ডিসেম্বর বিকেল ৩টায় ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা, ৮ ডিসেম্বর বিকেল ৩টায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের ক্যালিগ্রাফি প্রতিযোগিতা, ৯ ডিসেম্বর বিকেল ৩টায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, ১০ ডিসেম্বর বিকেল ৩টায় ‘বিশেষ’, ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপের ক্বিরাত প্রতিযোগিতা, ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় লিটলম্যাগ আন্দোলন বিষয়ে আলোচনা সভা, ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা, ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা, সমাপনী অনুষ্ঠান, পুুরস্কার ও সার্টিফিকেট প্রদান। এছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে থাকবে প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত অষ্টাদশ কেমুসাস বইমেলা সফলের লক্ষ্যে সকলের উপস্থিতি কামনা করেছেন সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল। বিজ্ঞপ্তি